এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Abu Taher Khan মুর্শিদাবাদ স্টেশনে “Humsafar Express” এর স্টপেজ চেয়ে চিঠি দিলেন MP আবু তাহের খান

Published on: June 13, 2025
Abu Taher Khan

Abu Taher Khan মুর্শিদাবাদে চলবে নতুন ট্রেন, অথচ হল্টের ব্যবস্থা নেই মুর্শিদাবাদ স্টেশনেই! এই ইস্যুতে এবার সরব হলেন মুর্শিদাবাদের Murshidabad MP সাংসদ আবু তাহের খান।   ১৩ ই জুন এই বিষয়ে দৃষ্টি  আকর্ষণ করে চিঠি দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এবং শিয়ালদা ডিভিশনের ডিআরএমকে। সামাজিক মাধ্যমে এই খবর শেয়ার করেন সাংসদ। জানান, ‘শিয়ালদাহ ডিভিশনে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রুটে যে সাপ্তাহিক হামসাফর এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে, সেখানে মুর্শিদাবাদ স্টেশনে ট্রেনটির হল্টের কোন ব্যবস্থা না থাকায়, সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে  চিঠি প্রদান করলাম। যাতে ট্রেনটি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে হল্ট করে। ‘

Abu Taher Khan  চিঠিতে কী বললেন সাংসদ?

Abu Taher Khan তিনি জানান, ‘হামসাফর এক্সপ্রেসের  Humsafar Express নিয়মিত যাত্রায় দুটি ট্রেনই যেন মুর্শিদাবাদ স্টেশনে যাত্রাবিরতি করে। মুর্শিদাবাদ স্টেশন একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্টেশন। বছরের বিভিন্ন সময়ে এই স্টেশনের আশেপাশের এলাকায় অনেক পর্যটক আসেন, তাই এই ট্রেনগুলিকে মুর্শিদাবাদ স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
Abu Taher Khan    ১৪ জুন উদ্বোধন হবে নতুন হামসফর এক্সপ্রেসের। উদ্বোধনী স্পেশাল ট্রেন শনিবার দুপুর দুটোয় জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে। তিনটে দশে নিউজ জলপাইগুড়ি থেকে ছাড়বে। এরপর আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, সামসি , মালদা টাউন, নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট স্টেশন, কৃষ্ণনগর, রাণাঘাট, নৈহাটি হয়ে রবিয়ার  ভোর চারটেই পৌঁছাবে শিয়ালদহ।
Abu Taher Khan ২০ জুন থেকে শুরু হবে এই ১৩১১৫ শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা। সাপ্তাহিকভাবে চলবে এক জোড়া ট্রেন। ২০ তারিখ শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি। ২১ তারিখ ছাড়বে জলপাইগুড়ি রোড থেকে। শিয়ালদহ থেকে ১৩১১৫ প্রতি শুক্রবার এবং জলপাইগুড়ি রোড থেকে ১৩১১৬ প্রতি শনিবার চলবে । ১১ জুলাই অবধি এই ট্রেনে থাকবেঃ এসি ৩ টায়ার কোচঃ ১৬ টি , স্লিপার শ্রেণির কোচঃ ২ টি । থাকবে ১ টি প্যান্ট্রি কার। ১৮ জুলাই থেকে ১৫ টি এসি ৩ টায়ার, ৩ টি স্লিপার কোচ থাকবে।

আরও পড়ুন- New Train অবশেষে নশিপুর ব্রিজ দিয়ে হামসফর এক্সপ্রেস  ! কী টাইমটেবিল ?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now