Abu Hena মুর্শিদাবাদ জেলায় আবারও একই মঞ্চে বাম কংগ্রেস বিজেপি BJP নেতারা। আবারও রাজনৈতিক সৌজন্যের ছবি। প্রমথেশ মুখার্জীর PRAMOTHES MUKHERJEE স্মরণ সভার পর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি আবু হেনার স্মরণসভাতেই একই ছবি। একই মঞ্চে মিললেন বাম কংগ্রেস বিজেপি নেতারা। কখনও বিধায়ক, কখনও মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, কখনও মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন আবু হেনা। ১৯৯১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লালগোলার কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হয়েছিলেন। পরে কংগ্রেস মন্ত্রিসভা থেকে সরে আসে। সেই সময়ে তিনিও ইস্তফা দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী মহম্মদ আলির কাছে প্রথম পরাজিত হন। তারপরেও জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। গত ২০শে জুলাই প্রয়াত হন আবু হেনা।
Abu Hena শনিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্রসনে স্মরণসভার আয়োজন করা হয়।
Abu Hena সেখানেই উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় ওয়াকিং কমিটির সদস্য প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী, সিপিআই(এম) এর জেলা সম্পাদক জামির মোল্লা, আরএসপি জেলা সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লার, বিজেপি নেতা শাখারভ সরকাররা।
এদিনের স্মরণ সভায় বিজেপির প্রাক্তন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকারের আলোচনায় উঠে আসে আবু হেনার স্বচ্ছ রাজনীতির প্রসঙ্গ। রাজনৈতিক ভাবে লড়াই থাকলেও স্বচ্ছ রাজনীতির দিক থেকে আবু হেনা ছিলেন বিরল বলেই জানান সিপিআই(এম) এর জেলা সম্পাদক জামির মোল্লা। দুর্নীতি যাকে স্পর্শ করেনি। মন্ত্রিত্বে যার কোন লোভ ছিল না তিনিই আবু হেনা। জেলা কংগ্রেসের সভাপতির আলোচনায় বললেন জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী । এদিনও আলোচনায় অধীর চৌধুরীর মুখে উঠে এলো বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জী থেকে প্রয়াত আবু হেনার নাম। বাম কংগ্রেস বিজেপি নেতারা উপস্থিত থাকলেও, এদিন স্মরণ সভায় দেখা যায়নি তৃণমূলের কোন প্রতিনিধিকে। রাজনীতিতে যখন হারিয়ে যাচ্ছে সৌজন্য। তখন আবু হেনার স্মরণ সভায় সব দলের নেতাদের উপস্থিতিকে উজ্জ্বল উদাহরণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।