ABTA Office অডিটোরিয়াম থেকে হেল্প ডেস্ক। ABTAর আধুনিক ভবন বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

ABTA Office চার তলায়  প্রায় চারশো আসন সংখ্যার প্রাক্তন শিক্ষক নেতা সন্তোষ ভট্টাচার্যের নামাঙ্কিত অডিটোরিয়াম । তিন তলায় সুধীন সেন সভাকক্ষ। এছাড়াও একই ছাদের তলায় ছাত্রদের জন্য সহায়তা কেন্দ্র, পেশনারদের জন্য হেল্প ডেস্ক, শিক্ষা সংক্রান্ত তথ্য ভান্ডার গড়ে তোলার ব্যবস্থা। এসব নিয়েই রবিবার দ্বারোদঘাটন হল নিখিল বঙ্গ শিক্ষক সমতির All Bengal Teachers’ Association মুর্শিদাবাদ জেলা কমিটির নয়া ভবনের। রবিবার বহরমপুরে Berhampore রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভবনের দ্বারোদঘাটন করেন এবিটিএ রাজ্য সম্পাদক সুকুমার পাইন। ভবনে সুধীন সেন সভাকক্ষের দ্বারোদঘাটন করেন এবিটিএর প্রাক্তন রাজ্য সভাপতি, বদরুদ্দোজা খান, শহীদ সন্তোষ ভট্টাচার্য প্রেক্ষাগৃহের দ্বারোদঘাটন করেন এবিটিএর  প্রাক্তন জেলা সম্পাদক দিলীপ সরকার।

ABTA Office এবিটি নেতৃত্ব জানান,  ১৯৬৭ সালে বহরমপুরে তৈরি হয়েছিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ভবন। তবে কালের নিয়মে জরাজীর্ণ ওই ভবনে কাজ চালানো হচ্ছিল মুশকিল।  ২০২২ সালে এই ভবনকে সংস্কারের কাজ শুরু হয়। রবিবার  হল নতুন ভবনের   দ্বারোদঘাটন । হয় আলোচনাসভাও।

ABTA Office নতুন ভবনের দ্বারোদঘাটনে কী হল আলোচনা ?

ABTA Office আলোচনা সভায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের তৃণমূল সরকার, কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন এবিটির রাজ্য সম্পাদক সুকুমার পাইন। তিনি আহ্বান জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে দায়িত্ব নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। তথ্য ভান্ডার, হেল্প ডেস্ক তৈরির উপদেশও দেন তিনি।

এবিটিএর নতুন ভবনে আলোচনা সভা। রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ চৌধুরী

 

ABTA Office  এদিন দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ চৌধুরী মনে করিয়ে দিয়েছেন, এবিটির সঙ্গে তাঁর পারিবাইক ঘনিষ্টতার কথা । তিনি অভিযোগ করেছেন, রাজ্যে স্কুল ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে শিক্ষকদের গ্রামে গ্রামে পথে নামার আবেদনও জানান এই চিকিৎসক। এবিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক গৌতম ব্যানার্জি, জেলা সভাপতি জুলিফিকার আলি জানান, শিক্ষকদের আত্মত্যাগ, অনুদানেই এই নতুন ভবন তৈরী করা হয়েছে। পেশাগত দাবী নিয়ে আন্দোলনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি রক্ষায় সচেষ্ট থাকবে এবিটিএ।