ABTA deputation Berhampore কেন তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে? কেন স্কুলের একাদশ, ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ট্যাবের টাকা পাচ্ছে না? ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারি হচ্ছে কেন? একাধিক অভিযোগ, প্রশ্ন নিয়ে সোচ্চার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ শাখা। বড়সড় চক্র কাজ করছে, হ্যাক হয়েছে রাজ্য সরকারের পোর্টাল! কেন স্কুলকে দায়ী করা হচ্ছে? স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফ আই আর হচ্ছে? যে বিষয়ে প্রশ্ন তোলে এবিটিএ।
ABTA deputation Berhampore বৃহস্পতিবার বিকেলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ শাখা বহরমপুরে শিক্ষা ভবনে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দেয়। এবিটিএ-র দাবী, এই ধরনের কেলেঙ্কারি যেন আর না হয়- শিক্ষা পোর্টাল দুর্বল, তথ্য পাচার হচ্ছে, টাকা পাচার হতে শুরু করেছে, স্কুল বা প্রধান শিক্ষকে যেন শাস্তি না দেওয়া হয়, মাদ্রাসা এবং সেকেন্ডারি আবেদনকারী প্রত্যেক ছাত্র ছাত্রী যেন টাকা পায়। তরুণের স্বপ্ন প্রকল্পে দুর্নীতির পূর্নাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে- ত্রুটিপূর্ণ পোর্টালের দায় রাজ্য শিক্ষা দপ্তরকে নিতে হবে- এই দাবীতে এদিন শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ হয় নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলার তরফে। সংগঠনের জেলা সভাপতি জুলফিকর আলী জানান, আমাদের ঘরের টাকা হ্যাক হয়ে গিয়েছে। সেটা যেন উদ্ধার করে সরকার। দাবী পূরণ না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন হবে।