নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ জট কাটিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগ তালিকা প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষক পর্ষদ। মুর্শিদাবাদ জেলার প্রাথমিক স্কুলে ৬৯৩ জনের তালিকা প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তাঁদের ২০১৪ সাল এবং ২০১৭ সালে ডিএলএড প্রশিক্ষিত টেট উত্তীর্ণ প্রার্থীরাও আছেন। কাউন্সিলিংয়ের পর তাঁরা নিয়োগপত্র হাতে পাবেন বলে সূত্রের দাবি। সাংসদ চেয়ারম্যান আশিস মার্জিত বলেন, ” চলতি মাসের দশ তারিখের মধ্যে সবাই নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন।”
সুপ্রিম কোর্টের রায় বেড়নোর পরে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয় ৩১ জানুয়ারি। ওইদিন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের ওয়েবসাইটে সেই প্যানেল প্রকাশ করা হয়েছে রাতে। যে নিয়োগ প্রক্রিয়ার জন্য ৯,৫৩৩ জন প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে মোট শূন্যপদের সংখ্যা ১১ হাজার ৭৬৫টি। সরকার নতুনদের নিয়োগপত্রে ছাড় দেওয়ায় শিক্ষক অভাবে ধুঁকতে থাকা স্কুলগুলিতে কিছুটা শিক্ষক ঘাটতি মিটবে বলে শিক্ষক মহলের ধারণা। তবে বাকি ২,০০০ পদ আছে, তা আপাতত খালি থাকবে বলে জানানো হয়েছে।
৬৯৩ জনের মধ্যে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় প্রাথমিক সংসদ সূত্রে জানা যায় জেনারেল ক্যাটেগোরিতে ২২১টি শূন্যপদ আছে। এসসি ক্যাটেগোরিতে শূন্যপদ আছে ৯৪টি, এসটি ক্যাটেগোরিতে শূন্যপদ আছে ২৬টি, ওবিসি এ ক্যাটেগোরির শূন্যপদের সংখ্যা ২৩, বি ক্যাটেগোরির শূন্যপদ ২৬টি। এছাড়াও এক্সেমপ্টেড কোটায় জেনারেলের শূন্যপদ ১১৬টি, এসসি ৪৭টি, ওবিসি এ ২১টি, ওবিসি বি ১৫টি। এক্স সার্ভিসম্যান কোটায় জেনারেল ১৯টি, এসসি ৮টি, ওবিসি এ চারটি, ওবিসি বি দুটি শূন্যপদ আছে।
বিশেষভাবে সক্ষমদের ২১ জনের শূন্যস্থান পূরণ করবে নতুন নিয়োগ। ৪৪ জন জেনারেল কোটার প্যারাটিচারও প্রাথমিক স্কুলে পূর্ণ সময়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র পাবেন প্রকাশিত তালিকা অনুযায়ী। এসসি কোটার ১৭ জন প্যারাটিচার নিয়োগপত্র পাবেন, ওবিসি এ ক্যাটেগোরির ৭ জন, বি ক্যাটেগোরির ৫ জন প্যারাটিচার এই নিয়োগ পত্র পাবেন। বিশেষভাবে সক্ষম ২জন প্যারাটিচারও নিয়োগ পত্র পাবেন।