মধ্যবঙ্গ নিউজডেস্কঃ কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের বেলুন বিল থেকে পাখি ধরা জাল উদ্ধার করল বনদপ্তর ও পুলিশ কর্মীরা। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাল উদ্ধার করেন তাঁরা। বনদপ্তরের কর্মীদের দাবি, প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই পাখির জালের ওজন ৪০ থেকে পঞ্চাশ কিলোগ্রাম। এর আগে এত বড় জাল মুর্শিদাবাদের কোথাও উদ্ধার হয়নি বলেই দাবি তাঁদের।
তকাল এলে পুকুর, খাল বিলে পরিযায়ী পাখিদের দেখা মেলে জেলায়। কিন্তু অভিযোগ, পাখি শিকারীরা জাল বিছিয়ে ওৎ পেতে বসে থাকেন সেই সব এলাকায়। সেই ফাঁদে পড়ে বহু পাখি অকালেই মারা যায়। পাখির সংখ্যা দিন দিন কমছে বলে অভিযোগ করেন পাখি প্রেমীরা। বনদপ্তর সজাগ থাকলেও তাদের নজর এড়িয়ে এই কাজ চলে গোপনে। এতবড় জাল উদ্ধার হওয়ায় পুলিশের অনুমান হয়ত বড় কোনও ফন্দি এঁটেছিল শিকারীরা, সেটা ফাঁস হয়ে যাওয়ায় অনেক পাখির প্রাণ বাঁচলো।