Abhishek Banerjee তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের উপর হামলার হুমকি সোশ্যাল মিডিয়ায়! দশ দিনের মধ্যে হামলা করার হুঁশিয়ারি। যদিও গ্রেফতার অভিযুক্ত। উত্তর প্রদেশ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, ডোমকলের বাসিন্দা সিরাজুল সেখ । রবিবার ২৪ আগস্ট মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানায় দায়ের হয় একটি অভিযোগ।
Abhishek Banerjee সেখান থেকে জানা যায়, অভিষেক বন্দোপাধ্যায়ের উপর হামলার হুমকি দিয়েছেন এক ব্যক্তি । অভিযোগ ছিল, ওই ব্যক্তি বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন। সোস্যাল মিডিয়ার মাধ্যমেই খুঁজতেন ক্রেতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা যায় হুমকি দেওয়া হচ্ছিল ডোমকলের বাসিন্দা সিরাজুল সেখের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। হরিয়ানা পুলিশের সাহায্যে সোমবার ২৫ আগস্ট হরিয়ানায় আম্বালা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Abhishek Banerjee জেরার মুখে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে। বৃহস্পতিবার অভিযুক্তকে পেশ করা হবে আদালতে। চাওয়া হবে ৭ দিনের পুলিশি হেফাজতে। অভিযুক্তের সোস্যাল মিডিয়া পোস্ট ও ফেসবুক চ্যাটে রয়েছে আগ্নেয়াস্ত্র, বোমার ভিডিও, ছবি।