AASAN Puja Permission Portal 2025 অনলাইনে দুর্গাপুজোর আবেদন কীভাবে? বিশেষ উদ্যোগ পুলিশ প্রশাসনের

Published By: Imagine Desk | Published On:

AASAN Puja Permission Portal 2025 হাতে সময় কম, কয়েক সপ্তাহ পরেই শারদ উৎসবে মেতে উঠবে বাংলা। দুর্গা পুজোর অনুমতির জন্য সহজে অনলাইনে আবেদন কীভাবে? “আসান” “AASAN” পোর্টালের মাধ্যমে কীভাবে পুজোর অনুমতির আবেদন জানাবে পুজো কমিটিগুলি, শুক্রবার বহরমপুরে রবীন্দ্রসদনে বৈঠক হল পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসনের কর্তা, আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে হাজির ছিলেন বহরমপুর পৌরসভা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার পুজো কমিটির সদস্যরা। সরাসরি পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে কথা বলার সুযোগ পান তারা। কোথায় কী অভাব অভিযোগ আছে দীর্ঘ কথোপকথন হয়। যানজট নিয়ন্ত্রণ থেকে সুরক্ষা বিধি, সুষ্ঠভাবে পুজো পরিচালনার ক্ষেত্রে বার্তা দেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। বলেন, আশা রাখব পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করবেন জনগণ। কারণ, সাধারন মানুষের সহযোগিতা ছাড়া এত বড় পুজো নির্বিঘ্নে করা সম্ভব না।  ঠিকঠাক ভাবে পুজো করুন।  কোনরকম কোন ইস্যু হলে থানায় জানান।

AASAN Puja Permission Portal 2025  দুর্গাপুজো উদ্যোক্তদের বাধ্যতামূলকভাবে ওই পোর্টালে আবেদন করতে হবে। জমা দিতে হবে প্রয়োজনীয় সমস্ত তথ্য। এই আবেদনের ভিত্তিতেই অনলাইনে জেলা প্রশাসন দমকল, বিদ্যুতের অনুমোদন দিয়ে দেবে। সুতরাং পরিষেবা মিলবে এক ঝটকায়। বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, পোর্টালের মাধ্যমে কীভাবে পুজো কমিটির যারা উদ্যোক্তা আছেন তারা  কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে শহর এবং গ্রামীণ এলাকার কিছু পুজো কমিটিদের নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়। পোর্টাল খুলে হাতেকলমে বিস্তারিত তুলে ধরা হয়।

AASAN Puja Permission Portal 2025 ওয়েবসাইটটি  ২৯শে আগস্ট, ২০২৫ তারিখ থেকে ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত খোলা থাকবে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে,  সকল ক্লাবকে নির্ধারিত ফর্ম যথাযথ সতর্কতার সঙ্গে পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে  প্রশাসনের তরফে। এখানে লক্ষ্যণীয় যে, ফর্ম একবার চূড়ান্তভাবে জমা দেওয়ার পর কোনো প্রকার সংশোধন বা পরিবর্তনের সুযোগ থাকবে না। তাই ফর্ম জমা দেওয়ার পূর্বে সমস্ত তথ্য ও নথি ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।