Aadhar Deactivated প্রায় ২ কোটি আধার কার্ড বাতিল হয়ে গেল। ইউআইডিএআই UIDAI ’এর পক্ষ থেকে জানানো হয়েছে, আধার সংশোধনের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। ২ কোটি আধার কার্ড বাদ দেওয়া হয়েছে। এতে আধারের ডাটাবেস আরও সঠিক থাকবে। জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম আধারের ডাটাবেস থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?
Aadhar Deactivated কাদের নাম আধার থেকে বাদ ?
ভারত সরকারের অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং ইউনিয়ন টেরিটরিগুলি থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তিদের নাম আধারের ডাটাবেস থেকে বাদ দেওয়া হয়েছে। এটাও ঠিক হয়েছে যে ওই আধার নম্বর অন্য কোন ব্যক্তিকে দেওয়া হবে না।
কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত ব্যক্তিদের ক্ষেত্রে তাঁর আধার নম্বর বন্ধ করে দেওয়া জরুরি যাতে কোনোও ভুল ব্যবহার না হয়। মৃত ব্যক্তির পরিচয় জাল করে যাতে অপরাধমূলক কাজ না হয় সেজনই এই উদ্যোগ।
ইউআইডিএআই’এর পক্ষ অনুরোধ করা হয়েছে, কোনও ব্যক্তির মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট পাওয়ার পর সেই ব্যক্তির নাম “মাই আধার পোর্টাল”-এ সেই তথ্য দিতে হবে। মাই আধার পোর্টালে এই জন্য একটি পরিষেবাও যোগ করা হয়েছে। পোর্টালে ‘Reporting of death of a family member’ -এ গিয়ে সেই তথ্য দেওয়া যাবে।















