Aadhar Card ফারাক্কায় নদীর ধারে গড়াচ্ছে শয়ে-শয়ে আধার কার্ড !

Published By: Imagine Desk | Published On:

Aadhar Card  অবাক করা এক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ফারাক্কা Farakka। নদীর ধারে গিয়ে চোখ কপালে ওঠে স্থানীয়দের। কী দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা? দেখা যায় গঙ্গার পাড়ে কাদামাটিতে পড়ে আছে অসংখ্য আধার কার্ড। যে কার্ড দেখে নিজেদের পরিচয়পত্র খুঁজছেন অনেকেই। আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফরাক্কার জাফরগঞ্জ এলাকায়।

Aadhar Card কী দেখলেন স্থানীয়রা ?

Aadhar Card  স্থানীয়দের দাবি শুক্রবার সকালে জাফরগঞ্জ এলাকায় গঙ্গার ধারে আধার কার্ড পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা নদীর ধারে ভিড় জমান। স্থানীয়দের দাবি, কাদামাটিতে পড়ে থাকা আর্ধার কার্ড গুলি এলাকারই বাসিন্দাদের। অনেকেই সেখান থেকে নিজের আধার কার্ড খুঁজে বের করেন। স্থানীয় বাসিন্দা আকাশ দাস বলেন, ” সকালে খবর জানাজানি হতেই গঙ্গার Ganges  ধারে ছুটে আসি। নিজের আধার কার্ডও আমি খুঁজে পেয়েছি।”

কীভাবে এতো আধার কার্ড গঙ্গার ধারে এল! যা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মনে। কেন আধার কার্ড এভাবে পড়ে থাকবে! কেন এত গাফিলতি? যে আধার কার্ড তৈরির জন্য এত ভোগান্তি হয়, সেই কার্ড এই অবস্থায়? স্থানীয়দের তরফে স্থানীয় পোস্ট অফিসেও খবর দেওয়া হয়