এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Aadhaar Card New Update নতুন আধার কার্ডে থাকছে না ছবি, জন্ম তারিখ । নতুন অ্যাপেই আধার আপডেট

Published on: November 20, 2025
Aadhaar Card New Update

Aadhaar Card New Update আধার কার্ডে বড় বদল আসতে চলেছে।  Unique Identification Authority of India (UIDAI) খুব শীঘ্রই চালু করতে চলেছে একেবারে নতুন Aadhaar App। দেশের কোটি কোটি নাগরিকের নিরাপত্তা আরও জোরদার করতে এবং অফলাইন ভেরিফিকেশন ব্যবস্থা শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অ্যাপের লক্ষ্য—শারীরিক Aadhaar কার্ডের অপব্যবহার রোধ করা এবং ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও নিরাপদ করা।

আরও পড়ুনঃ Jalangi Bangladeshi বাংলাদেশের নাগরিক অথচ ভারতীয় আধার, রেশন! অন্ধকারে প্রশাসন

Aadhaar Card New Update আধার কার্ডে বড় বদল-আসছে পেপারলেস আইডি শেয়ার ও মোবাইল নম্বর আপডেট

UIDAI জানিয়েছে, নতুন অ্যাপে থাকবে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা—

  1. Paperless Electronic ID Sharing
  2. Aadhaar হোল্ডারদের মোবাইল থেকেই সরাসরি Registered Mobile Number Update করার সুযোগ

বর্তমানে যে mAadhaar অ্যাপ রয়েছে, সেটিকে এই নতুন অ্যাপের সঙ্গে Merge করা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

Aadhaar Card New Update – UIDAI এর সিইও ভুবনেশ কুমার  বলেছেন : “আমরা চাই মানুষ মোবাইলেই ই-আধার বহন করুন”

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুবনেশ কুমার বলেছেন—

“অনেক সময় মানুষ শারীরিক Aadhaar কার্ডের ফটোকপি জমা দেন বিভিন্ন স্থানে, আর সেগুলো অনেক জায়গায় পড়ে থাকে। এটা নিরাপদ নয়। তাই আমরা চাই Aadhaar-ও যেন মোবাইলেই বহন করা যায়। যেমন UPI Payment মোবাইলেই সম্পন্ন হচ্ছে, তেমনই Aadhaar Verification-ও মোবাইলেই হোক।”

Aadhaar Card New Update আধার জালিয়াতি? নতুন অ্যাপ করবে নিরসন

UIDAI এর সিইও ভুবনেশ কুমার  আরও বলেন—

“আধার কার্ডের  কপি নেওয়া হলেও তা সাধারণত যাচাই করা হয় না। এতে জালিয়াতির সম্ভাবনা থাকে। ইমেজ এডিটিং সফটওয়্যার দিয়ে তথ্য পরিবর্তন করাও সম্ভব। এই সমস্যাই দূর করবে ইলেকট্রনিক শেয়ারিং।”

Aadhaar Card New Update ফিজিক্যাল Aadhaar বন্ধ হচ্ছে ?

UIDAI স্পষ্ট করেছে— ভারতে এখনও বহু মানুষের স্মার্টফোন নেই। তাই Physical Aadhaar Card বন্ধ করা হচ্ছে না। নতুন অ্যাপ শুধুই একটি সুবিধাজনক বিকল্প। ব্যবহারের হার ধীরে ধীরে বাড়বে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

Aadhaar Card New Update নতুন অ্যাপের আরও সুবিধা

PIB–এর ১৯ নভেম্বরের প্রেস রিলিজে জানানো হয়েছে, নতুন Aadhaar অ্যাপে আরও থাকবে—

  • Selective Aadhaar Information Sharing
  • Offline Face Verification
  • Address ও Mobile Number Update আরও সহজে

UIDAI জানিয়েছে, অ্যাপটি এখন Final Testing Stage-এ রয়েছে এবং খুব শীঘ্রই দেশজুড়ে চালু করা হবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now