এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

দেশি পিস্তল নিয়ে রাতের আঁধারে সামশেরগঞ্জে গ্রেপ্তার যুবক।

Published on: October 5, 2023

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ নেই তাঁর এক হাত। তবে ধৃষ্টতা দেখলে চোখ উঠবে কপালে! এ যেন সিনেমার ভয়ানক ভিলেন। দেশি পিস্তল নিয়ে রাতের আঁধারে সামশেরগঞ্জে ডাকবাংলার মোড়ে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। তখনই পুলিশের হাতে নাতে গ্রেপ্তার সে। এমনই ঘটনা ঘটল সামশেরগঞ্জে। আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।

পুলিশ সূত্রের খবর, গোপনে খবর পেয়ে বুধবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলার জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইসরাফিল শেখ নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। ধৃত ব্যক্তি সামশেরগঞ্জ থানার রতনপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল ওই ব্যক্তি তা খতিয়ে দেখছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now