নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ রান্না করার সময় আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল মহিলার। শুক্রবার সকালে হরিহরপাড়ার বাসিন্দা আরজিয়া বিবির মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রের খবর, গত বুধবার সকালে হরিহরপাড়ার মন্ডলপাড়ার বাসিন্দা বছর ৫৪ আরজিয়া বিবি নিজের বাড়িতে রান্না করছিলেন। সেই সময় অসাবধনতাবশত উনুন থেকে গায়ে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হন তিনি।
সেই অবস্থায় গুরুতর আহত অবস্থায় তাঁকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আরজিয়া বিবির।