মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বুধবার সন্ধ্যায় বেলডাঙ্গা স্টেশনে ট্রেনের নিচে চাপা পরে মৃত্যু হয় বছর ৪৫’র এক মহিলার। রেল পুলিশ সূত্রের খবর, আপ কৃষ্ণনগর-লালগোলা ট্রেনে করে পলাশী থেকে ফিরছিলেন চন্দনা ঘোষ নামে ঐ মহিলা। বেলডাঙ্গা স্টেশনে নামতে গিয়ে ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি খুব কম সময়ের জন্যে দাঁড়িয়ে ছিল। এইমত অবস্থায় নামতে গিয়ে পা পিছলে চলন্ত ট্রেনের মাঝে পরে যান। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। সঙ্গে ছিল ছয় বছরের একটি শিশু। যদিও কোনরকম ক্ষতি হয়নি সেই শিশুটির।
বেলডাঙা স্টেশনে ট্রেনে কাটা পরে প্রাণ গেল মহিলার
Published on: November 16, 2023










