নিষিদ্ধ শব্দবাজি ফেটে বেলডাঙায় নিহত কিশোর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ নিষিদ্ধ বাজি ফেটে মুর্শিদাবাদে এক কিশোরের মৃত্যু হল বৃহস্পতিবার। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বেলডাঙা ২ ব্লকের শক্তিপুরের বিদুপাড়া এলাকায়। নিহত কিশোরের মা লাবণী দাস বোমার আঘাতে গরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই কিশোরের বাবা রঞ্জিত দাস বলেন, “বাড়িতে রাখা বারুদ নিয়ে ছেলে খেলা করছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে গুরুতর আহত হয়।”

গুরুতর আহত অবস্থায় প্রথমে শক্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানেই আজ বৃহস্পতিবার  চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিশোরের বাবা রঞ্জিত দাস পরিযায়ী শ্রমিক। গুরুগাঁওয়ে কাজ করেন। সেখানেই সপরিবারে থাকতেন অঞ্জন। সেখানকারই একটি সরকারি স্কুলে সপ্তম শ্রেণির পড়ুয়া ছিলেন নিহত কিশোর।

মাঘ মাসের কালী পুজো উপলক্ষে শক্তিপুরের বাড়িতে আসেন। সেখান থেকে বারুদ বয়ে নিয়ে আসেন পুজো উপলক্ষে ফাটাবেন বলে। যদিও রঞ্জনের দাবি, “অ্যাটাচির মধ্যে কখন যে বারুদ ঢুকিয়েছিল ছেলে তা জানতে পারিনি আসার পর দেখলাম।” ঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত হচ্ছ বলে পুলিশ জানায়।