নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বাঙালীর ১২ মাসে ১৩ পার্বন। তাঁর মধ্যে অন্যতম ভাইফোঁটা। এবার মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে চলবে ভাইফোঁটা। আর এই ভাইফোঁটা মানেই হরেক রকম মিষ্টি। বছরের এই একটা দিনের কথা মাথায় রেখে মিষ্টি বিক্রেতারাও নানা স্বাদের হরেক রকম মিষ্টির পসরা দোকানে দোকানে। ভাইয়ের সুস্থ ও নীরোগ দীর্ঘজীবন কামনা করছে বোন, আর ভাই সে জন্য তাকে আন্তরিক শ্রদ্ধা বা স্নেহ এবং ভালোবাসা জানাচ্ছে। এমন একটি পরব কি উৎকৃষ্ট মিষ্টিমুখ ছাড়া হতে পারে? মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরের দোকানে দোকানে ভাই বোনদের ভিড়।
অন্যান্য দিন যে ধরণের মিষ্টি তৈরি করা হয় ভাতৃদ্বিতীয়ায় তা ছাড়াও বিভিন্ন স্বাদের মিষ্টি তৈরি হয়েছে বহরমপুরে দোকানে দোকানে। ভাতৃদ্বিতীয়ায় আগে দোকানে দোকানে উপচে পড়া ভিড় মিষ্টির দোকানে দোকানে। ভাই বোন দের গিফট, খাওয়া দাওয়ার পাশাপাশি থাকছে মিষ্টিও। ভাইফোঁটা মানেই ভাই বোনের অটুট বন্ধনে মিষ্টি ছোঁয়া থাকবেন। ভাই বোনদের উৎসবের আগে মিষ্টির দোকানে দোকানে ভিড়। নানা স্বাদের মিষ্টির পাশাপাশি ছিল সুগার ফ্রী মিষ্টিও। দেখুন একটি প্রতিবেদন। প্রতি বছরের মতন এই বছর মিষ্টিতে থাকছে একটি নতুন চমক। কোন দোকানে পাওয়া যাচ্ছে চকলেট মিষ্টি। তো কোথাও পাওয়া যাচ্ছে ভাত্রিদ্বিতীয়া লেখা মিষ্টিও। এবং যেহেতু অনেক রকমের মিষ্টি লাগে এই অনুষ্ঠানের জন্যে তাই কিছু কিছু দোকানে আবার পাওয়া যাচ্ছে মিষ্টি দিয়ে সাজানো ভ্যরাইটি প্লেট। এছাড়াও কিছু চেনা পরিচিত মিষ্টিতো রয়েইছে। সব মিলিয়ে এবারেও মিষ্টি হোক সমস্ত ভাই বোনদের মুখ।