বাংলায় রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছেঃ অধীর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ সন্দেশখালিতে রেশন দুর্নীতির কান্ডে তদন্ত করতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছে ইডি কর্তারা। বাদ যাননি সিআরপিএফ জওয়ানরা। আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যম। কার্যত নজিরবিহীন এই ঘটনায় সরব রাজনৈতিক শিবিরও। মুখ খুলেছেন বিচারপতিরা।

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও।  শুক্রবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন।

তিনি বলেন, ” যেখানে বিচারপতিদের ভয় দেখানো হচ্ছে, বিচারপতিদের বিরুদ্ধে মন্তব্য করা হচ্ছে, তদন্তকারীদের ওপর আক্রমণ হচ্ছে। এর পরে বিচারপতিদের উপর না আক্রমণ হয়। এই পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।”