নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ভারতের সংবিধান রক্ষার পাশাপাশি জাতীয় সংহতি রক্ষা একই সঙ্গে নাগরিকত্ব বা সিএএ নিয়ে ইসলামি সংগঠন জমিয়তে উলেমার পদক্ষেপ কী তা সর্বসমক্ষে জানাতে চায় সংগঠনের সদস্যরা। সেই উদ্দেশ্যেই চলতি মাসের ২০ তারিখ নেতাজী ইন্ডোরে সংগঠনের রাজ্যস্তরের প্রতিনিধি সভা ডাকা হয়েছে। সেই সভাতে যোগ দিতে যাওয়ার আগে বুধবার রবীন্দ্রসদনে জেলা পর্যায়ের প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ জমিয়তে উলেমার জেলা নেতারা।
জমিয়তে উলেমার প্রতিনিধি সভা হয়ে গেল বহরমপুরে
Published By: Madhyabanga News |
Published On:
