নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ বেপরোয়া গতির বলি হরিহরপাড়ার এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার থানার অন্তর্গত খিদিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়কের উপর খিদিরপুর সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে ঘটে ঘটনাটি।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যাক্তির নাম আলাউদ্দিন সেখ (৪৭)। খিদিরপুর থেকে বাড়ি ফিরছিলেন। পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে নিয়ন্ত্রন হারিয়ে বাইক ধাক্কা মারে। রাস্তায় ছিকটে পরে ওই ব্যক্তি। স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই তাঁর মৃত্যু হয়। শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
পুলিশ এখনও বাইক চালককে খোঁজ চালাচ্ছেন। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আবু তাহের মণ্ডল জানান, ‘প্রায়ই বেপরোয়া ভাবে বাইক চলাফেরা করে এখানে। পুলিশের কাছে দীর্ঘদিন ধরে আমরা আর্জি জানিয়েছি। এই বেপরোয়া গতির কিছু একটা ব্যবস্থা করতে। আজ একজনের মৃত্যু হল। কাল আরও হবে না তার দায়িত্ব কে নেবে?’