নিজস্ব সংবাদদাতা, ভগবানগোলাঃ সংসারে সংগ্রামে নুব্জ ভগবানগোলার বিধান হাজরা (২৮) পেটের তাগিদে চলে গিয়েছিলেন ওড়িশা। সেখানে একটি রাইস মিলে কাজ করতেন জোগানের।
দিন সাতেক আগে বাড়িও এসেছিলেন। কিন্তু বুধবার রাইস মিলে কাজ করবার সময় হঠাৎই ঘটে দুর্ঘটনা। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভগবানগোলার মহতপুরের বাসিন্দা বিধানের বাড়িতে আছেন স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা মা। বৃহস্পতিবার সকালে বিধানের মরদেহ তাঁর মহতপুরের বাড়িতে পৌঁছায়। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে শোকে পাথর পরিবারের সদস্যরা। কীভাবে চলবে সংসার তা নিয়ে দুঃচিন্তায় ঘুম উড়েছে পরিবারের ।