রঘুনাথগঞ্জে জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পণ্য বোঝাই লরি

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জঃ বুধবার ভোর সকালে রঘুনাথগঞ্জে ব্রিজের ওপর পাল্টি খেল পন্য বোঝায় একটি লরি। দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গদাইপুর ব্রিজে। রঘুনাথগঞ্জ থানার সূত্রে জানা যায়, চোদ্দ চাকার এই লরিটি দক্ষিণ দিনাজপুরের। পন্য বোঝায় লরিটি গঙ্গারামপুর থেকে বীরভূমের দিকে যাচ্ছিল। সেই সময় ৩৪ নং জাতীয় সড়ক ধরে ফরাক্কা থেকে রঘুনাথগঞ্জের দিকে যাওয়ার পথে গদাইপুর ব্রিজ থেকে নামার সময় গতিবেগ সামলাতে না পেরে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারে। যেহেতু গাড়িটি পণ্য বোঝাই ছিল তাই উল্টে যায়। এবং এই ব্রিজটির পাশেই ছিল গভীর নয়ানজলি। অল্পের জন্যে রক্ষা পায় লরির চালক সহ লরিটি।

ঘটনায় আহত হন লরি চালক। তাঁকে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আনা হয় ক্রেন। উদ্ধার করা হয় উল্টে যাওয়া লরিটি। পুলিশের প্রাথমিক অনুমান সকাল বেলায় ঘন কুয়াশা থাকার কারণে এমনটা ঘটেছে। ঘটনাটি দিনের বেলায় ঘটলে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকত বলে জানান রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিক।