মধ্যবঙ্গ নিউজ ডেস্ক, ২৯ অক্টোবরঃ ভাঙন প্রবণ এলাকা মুর্শিদাবাদদের সামসেরগঞ্জ এলাকা। চলতি সপ্তাহে সামসেরগঞ্জের চাচন্ড, শিকদারপুর সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভাঙন। ভাঙনে ভিটে মাটি খুইয়ে সর্বহারা হয়েছে দুর্গতরা। রবিবার মুর্শিদাবাদের ধুলিয়ান সামসেরগঞ্জ এলাকায় ভাঙনে ভয়াবহতা ও ভাঙন দুর্গতদের অবস্থা দেখতে এলাকা পরিদর্শনে এলেন Association for Protection of Democratic Rights এর ২০ জনের একটি প্রতিনিধি দল। এদিন এপিডিয়ার প্রতিনিধিরা সামসেরগঞ্জের ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে এলাকার মানুষের সাথে কথা বলেন।
ভাঙনে তলিয়ে গেছে অনেক বাড়ি। চারিদিকে শুধুই হাহাকার। এই অবস্থায় এলাকার নদীপাড়ের বাসিন্দাদের মনে শুধুই আতঙ্ক! সর্বনাশের সাক্ষী সামসেরগঞ্জের উত্তর চাচন্ড থেকে শিকদারপুর গ্রামেও। ছড়াচ্ছে আতঙ্ক তবে মানবাধিকার কর্মীরা এলাকা পরিদর্শনে এসে বলছেন, এই সমস্যা ভবিষ্যতে আরও বাড়বে। স্থায়ী সমাধানে বালি নয় প্রয়োজন পাথরের বাঁধের। ভাঙন সমস্যা এই এলাকার একটি জ্বলন্ত সমস্যা। তবে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী? সুসময়ের অপেক্ষায় সামসেরগঞ্জের সাধারণ মানুষ।