মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এখনও কোথাও মাটি ঠিক ভাবে শুকাইনি। তাও কোথাও চলছে মাটির প্রলেপের কাজ। খড়কুটোর ওপর সবেমাত্র জমানো হচ্ছে মাটিকে। ধীরে ধীরে দেওয়া হচ্ছে প্রতিমার রূপ। সবে হয়েছে হাত। প্রতিমার মুখও করা হয়েছে বেশ কিছু জায়গাতে। এবং এই সবকিছুর মধ্যে প্রচুর সংখ্যক প্রতিমার অর্ডার নিয়ে রীতিমতো চাপে বহরমপুরের মৃৎশিল্পীরা।
কিন্তু এরই মধ্যে চিন্তার মেঘ জমতে শুরু করেছে এই শহরের কুমোরটুলি পাড়ায়। কারণ, পুজোর আর কিছুদিন বাকি এবং এরই মধ্যে আকাশের মুখও ভার। যার ফলে মাটি শুকাতে নানান সমস্যা হচ্ছে। এবং পুজোর আগে বৃষ্টির আশঙ্কাও করছেন শিল্পীরা।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানান হয়েছে। এখন বেশ কিছুদিন রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। যার ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন মৃৎশিল্পীরা। এবং এই সমস্যার মধ্যদিয়েই রাতদিন জেগে কাজ করছেন শিল্পীদের একাংশ।
আর কিছুদিন পরেই পুজো। এরই মধ্যে প্রচুর প্রতিমার কাজ বাকি রয়েছে বহরমপুরের মৃৎশিল্পীদের। একপ্রকার যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যদিয়ে প্রতিমা ঢেকে চলছে কাজ সময়ের মধ্যে যাতে সব কমিটির ঠাকুর ডেলিভারি দিতে পারেন সেই আশা নিয়ে প্রস্তুতি তুঙ্গে বহরমপুরের মৃৎশিল্পীদের।