নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল আহিরনের সপ্তম শ্রেণির এক পড়ুয়া

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্যে বেড়িয়েছিল দুই পড়ুয়া। কিন্তু আর বাড়ি ফেরা হল না একজনের। সোমবার দুপুরে স্নান করতে গিয়ে ভরা গঙ্গায় তলিয়ে গেল এক বালক। আহিরনের মাঠপাড়া এলাকার বাসিন্দা ওই দুই সপ্তম শ্রেণির ছাত্র স্কুলে না গিয়ে আহিরনের PISF ঘাটে স্নান করতে নামে। তখনই বেসামাল হয়ে নদীতে তলিয়ে যায় দুজনেই। পরে একজনকে উদ্ধার করা হলেও, আরেকজন তলিয়ে যায়। তাঁকে এখনও উদ্ধার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দুজন বালকই সাঁতার না জানা সত্ত্বেও, নদীতে স্নান করতে নেমেছিল। এবং তারা দুজনেই আহিরনের বাঙ্গাবাড়ি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। স্কুলে না গিয়ে তাঁরা নদীতে স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি। তারপরে ঘটনা স্থলে পৌঁছায় আহিরন থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজনেরাও। গোটা পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থল, পরিদর্শন করছেন আহিরন থানার পুলিশ। পাশাপাশি ডুবুরির একদল চেষ্টা চালাচ্ছে বাচ্চাটির দেহটিকে খোঁজার।