মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রবিবার সকালে নবগ্রামের চুপুর মোড় সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। জানা গিয়েছে এলাকার বাসিন্দা ওই শিশু এবিবার সকালে বাড়ির পাশে বিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় পাঁচগ্রাম থেকে নবগ্রামগামী পাথর বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কা মারে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টর সহ চালককে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাদতন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
নবগ্রামে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর
Published on: November 19, 2023









