মামিনুল ইসলাম, হরিহরপাড়াঃ নদীতে বেড়েছে জল। পারাপারের ভরসা বাঁশের সাঁকো। নৌকা জোড়া লাগিয়ে তৈরি এই সাঁকো। মাল বোঝাই গাড়ীর ভার না নিতে পেরে উল্টে গেল জলে। হরিহরপাড়ার সুন্দলপুর ঘাটে নদী পাড় হওয়ায় সময় সাঁকো ভেঙে নদীতে পড়ল মাল বোঝাই গাড়ি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল শনিবার দুপুরে।
এদিন ডোমকল থেকে মাছের খাবার বোঝাই ছোটো চারচাকা গাড়িটি হরিহরপাড়ার দিকে আসছিল। সুন্দলপুর ঘাটে গাড়ির অতিরিক্ত ওজন থাকায় নৌকায় পাড় না হয়ে বাঁশের সাকো দিয়ে এপারে আসছিল গাড়িটি। নদী পাড়ে ওঠার কিছুটা আগেই হঠাতই বাঁশের সাকো ভেঙে নদীতে পরে যায় গাড়ির একাংশ। ক্ষতিগ্রস্ত হয় সাঁকোর একাংশও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চলছে। মাল বোঝাই গাড়ির অতিরিক্ত ওজন থাকায় এই দুর্ঘটনা বলে দাবি ঘাট মালিকদের। ঘটনাস্থলে উপস্থিত পুলিশবাহিনী।