Kandi School Meal স্কুল থেকে বাড়ি ফিরে শিশু খেতে চাওয়ায় সন্দেহ হয় অভিভাবকের
Kandi School Meal kandi School Mid Day Meal ছেলে মেয়ে স্কুলে গেলে দু’মুঠো খেতে পাবে। তাই স্কুলে পাঠিয়েছিলেন। কিন্তু বাড়িতে এসে শিশুটি খাবার চাওয়ায় বাড়ির লোকের সন্দেহ হয়েছে। তখন সে বলে স্কুলে খাবার দেয় না। এরপর অন্য শিশুদের, অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে কথা হয়। টানা ১৫ দিন ধরে স্কুলে মিড ডে মিল বন্ধ হওয়ায় জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক স্কুলের সামনে বৃহস্পতিবার দিনভর অবস্থান অভিভাবকদের। স্কুলে একজন মাত্র শিক্ষক রয়েছেন। তাঁকে ঘিরে ধরে কৈফিয়ত তলব করেন অভিভাবকেরা। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি।
Kandi School Meal kandi School Mid Day Meal ঘটনাস্থলে যান কান্দি পুরসভার (Kandi Municipality) চেয়ারম্যান জয়দেব ঘটক। এদিন বিক্ষোভের খবর পেয়ে স্কুলে যান চেয়ারম্যান। তাঁর দাবি, স্কুলে এই অচলাবস্থা নিয়ে স্কুল দপ্তর ও প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি। চেয়ারম্যান বলেন, আমি বিষয়টি নিয়ে স্কুলের এসআই, ডিআই, মহকুমাশাসককে জানিয়েছি। সাধারণ মানুষ এখানে ঘেরাও করেছেন। অভিভাবকেরা এখানে রয়েছেন। প্রশাসন থেকে বিধায়ককে অনুরোধ করা হয়েছে, একদিন সময় চেয়েছে। একদিনের মধ্যে না হলে আমি অভিভাবকদের সঙ্গে স্কুলের গেটে ধর্নায় বসব।
Kandi School Meal kandi School Mid Day Meal অভিভাবিকা রুনা খাতুন বলেন, এটা পাড়ার স্কুল, কাছে। ছেলে মেয়েদের যাওয়া আসার সুবিধা হবে। অন্যান্য স্কুলের মতো এটাও হোক। মেয়েদের কাছে যেন না শুনতে হয়, মা স্যাররা আমাদেরকে কোনও পড়া দেয়নি।
Kandi School Meal kandi School Mid Day Meal অভিভাবক রাসা সেখ বলেন, এক মাস ধরে স্কুলে শিক্ষক নেই। মিড ডে মিলের রান্নাও হয় না। ১৫ দিন ধরে বন্ধ। অভিভাবকদেরও জানানোর প্রয়োজন মনে করে না। কোনও-কোনও শিশু গরিব পরিবারের। তাঁরা এখান থেকে খেয়ে যান। বাড়িতে খেতে চাইলে বাড়ির লোক জিজ্ঞাসা করে স্কুল থেকে খেয়ে এসে এখানে খাচ্ছিস কেন? তখন বাচ্চা বলে স্কুলে খাবার দেয় না।
Kandi School Meal kandi School Mid Day Meal জয়দেব ঘটক বলেন, দুসপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও স্কুলের আধিকারিকরা এটাকে গুরুত্ব দেননি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এখানকার স্থানীয় কাউন্সিলর জানান, এখানকার মিড-ডে-মিল বন্ধ। কান্দি জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক অর্ঘ্য পান বলেন, সুব্যবস্থা করা হোক। কারণ আমি কোনও অন্যায় করছি না। তারপরেও শারীরিকভাবে ও মানসিকভাবে হেনস্তার শিকার হচ্ছি।
Kandi School Meal বিধায়কের হুঁশিয়ারির পরও আজও চালু হল না স্কুলে মিড ডে মিল। মিড ডে মিল চালু ও স্কুলে পঠনপাঠনের দাবিতে বৃহস্পতিবার কান্দি জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ অভিভাবকদের। Kandi School Meal kandi School Mid Day Meal উল্লেখ্য, বুধবার কান্দির বিধায়ক অপূর্ব সরকার হুঁশিয়ারি দিয়েছিলেন, ১৫ দিন ধরে মিড-ডে-মিল বন্ধ। কারও কোনও হেলদোল নেই। কাল থেকে চালু না হলে আমি স্কুল কর্তৃপক্ষ, ডিআই, স্কুল বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আনব। অনুরোধ করব, কাল থেকে যেন মিড ডে মিল চালু হয়। অন্যথায় আমাদেরকে বিকল্প পথ ভাবতে হবে।
Kandi School Meal kandi School Mid Day Meal প্রায় ১৫ দিন মিড ডে মিল বন্ধ রয়েছে এই প্রাথমিক স্কুলে। এনিয়ে কী দাবি স্কুলের সহকারী শিক্ষকের?
Kandi School Meal kandi School Mid Day Meal কান্দি জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক অর্ঘ্য পান আরও বলেন, আমার কাগজও কেও দেখছেন না। উলটো কথা বলছেন। এসআই-কে ফোন করছি। তিনি ধরছেন না।
Kandi School Meal kandi School Mid Day Meal এক অভিভাবক বলেন, আমরা যখন পঠন পাঠন করেছি সেসময় স্কুলে ৫ টা শিক্ষক ছিলেন। তখন সিপিএমের আমল। এখন ১ জন মাত্র শিক্ষক। এভাবে স্কুল চলে? এখন দেখার এই অচলাবস্থা কাটিয়ে কবে স্কুল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে?















