CPM Rally Berhampore মুর্শিদাবাদ জেলা সদরে কেন পথে CPM?
CPM Rally Berhampore বাংলা বাঁচাও যাত্রা এখন উত্তর ২৪ পরগনা জেলায়। শীতের রাতেও সোদপুরে মঙ্গলবার হাজার হাজার মহিলা রাস্তায় নেমে এসেছেন। কয়েকদিন আগেই খড়্গ্রামে খেত মজুর ইউনিয়নের সমাবেশ হয়েছে। বুধবার আকস্মিক তারই মধ্যে মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সিপিএমের (CPM) মিছিল বহরমপুরের রাজপথে। স্লোগানে মুখরিত হল রাস্তা। ‘লড়াই লড়াই লড়াই চাই’। কিন্তু কেন?
আরও পড়ুনঃ Mosiur Rahaman সাগরদিঘিতে মসিউরকে সরানোর প্রক্রিয়া শুরু?
CPM Rally Berhampore মিছিলের নেতৃত্বে থাকা সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী রাজ্য সরকার চালু করতে দেব না বলেছিল। কিন্তু চুপি, চুপি তা চালু করা হয়েছে। ৫ তারিখের মধ্যে উমিদ পোর্টালে যেটা আপলোড করতে বলেছিল। যা আপলোড হল না তা জেলাশাসকের এক্তিয়ারে চলে যাবে। ফলে তা সংখ্যালঘুদের কাছ থেকে হস্তান্তর হয়ে যাবে। তার বিরুদ্ধে। এস আই আর যেভাবে হল সেই এস আই আরের নামে ওয়াকফ সম্পত্তি কোনওভাবে হস্তান্তর করা যাবে না। তৃণমূলের নেতা, মন্ত্রীরা ওয়াকফের সম্পত্তি যে দখল করে আছে তাকে উদ্ধার করতে হবে। ওয়াকফ মানে শুধু মুসলিমদের বিষয় নয়। সংবিধানের ২৪ ও ২৫ নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্যে যে কথা বলা আছে তা কার্যকরী করতে হবে। যাতে সংখ্যালঘুরা এখানে বঞ্চিত না হয়।
CPM Rally Berhampore লাল ঝাণ্ডা হাতে এদিন বহরমপুর শহরের পথে সিপিএম। দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল। ‘ওয়াকফ বাঁচাও, বাংলা বাঁচাও’ লেখা ব্যানার, ফ্লেকসনিয়ে মিছিল হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব জেলা সম্পাদক জামির মোল্লা ছাড়াও প্রবীণ CPM কর্মীরা ছিলেন। মিছিলে হাঁটলেন সিপিএম এর প্রবীণ, নবীন নেতৃত্ব। কী দাবিতে এদিন পথে সিপিএম? স্লোগান, মিছিলে কী দাবিতে সরব হলেন সিপিএম নেতৃত্ব?
CPM Rally Berhampore জামির মোল্লা আরও বলেন, একইসঙ্গে ওবিসি, এসসি, এসটি বঞ্চিত হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এই মিছিল। বামফ্রন্ট সরকার থাকার সময় ওবিসিদের যে অধিকার ছিল। সেই অধিকার ফেরাতে হবে। এসআইআরে একজন ভোটারের নাম যেন বাদ না যায়, তার জন্যে লড়াই হবে।















