81 KM Swimming Competiton 2025 জয়ের হ্যাট্রিক গড়ল প্রত্যয় ভট্টাচার্য, স্বপ্ন এবার ইংলিশ চ্যানেল পারের

Published By: Imagine Desk | Published On:

81 KM Swimming Competiton 2025  প্রথম দিকে ছিল জলের স্রোতের প্রতিকূলতা। শুরুর দিকে জোরে সাঁতার কাটা ছিল চ্যালেঞ্জিং। সমস্ত বাধা প্রতিকূলতা সরিয়ে ২০২৩ এর পর এবার ২০২৫- বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবারেও প্রথম স্থান অধিকার করলেন বর্ধমানের ছেলে প্রত্যয় ভট্টাচার্য। গঙ্গাবক্ষে ৮১ কিমি সাঁতারে প্রথম হলেন বর্ধমানের প্রত্যয়।  প্রত্যয় বলেন, ” ভালো প্রতিযোগী ছিল। এবছর ২১ জন নেমেছিল। তাদের মধ্যে বাংলাদেশের একজন সাঁতারু অনেক্ষন কাছাকাছিই ছিল। সুবিধাও হয়েছে, একটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার জন্য একজনকে পেয়ে ভালোই হয়েছে। ”  তিন বার ৮১ কিমি এ জয়ের হ্যাট্রিক নিয়ে প্রত্যয় আরও বলেন- ” হ্যাট্রিক করার ইচ্ছে ছিল। এবছর সেই কারনেই নামা। এবছর  ৮১ কিমি সম্পূর্ণ করতে সময় লেগেছে ১০ ঘণ্টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড। ”

81 KM Swimming Competiton 2025  প্রথম স্থানে প্রত্যয় ভট্টাচার্য

81 KM Swimming Competiton 2025  প্রত্যয় ভট্টাচার্য এর আগে দু বছর ৮১ কিমি এ চ্যাম্পিয়ন, তারও আগে ১৯ কিমি এ প্রথম স্থানের অধিকারী। স্বাভাবিকভাবেই এবারেও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আশাবাদী ছিলেন প্রত্যয়। বিকেল ৪ টে নাগাদ প্রত্যয় বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে কে এন কলেজ ঘাটে আসেন। প্রত্যয় জানান, ” সরকার যদি ইংলিশ চ্যানেলের জন্য স্পন্সর করে তাহলে সেটা খুবই ভালো হয়।

81 KM Swimming Competiton 2025    ২য়, ৩য় স্থানে জয়ী বাংলাদেশ

81 KM Swimming Competiton 2025 এবছর দেশ বিদেশের মোট ২১ জন প্রতিযোগী ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশের নুরুল ইসলাম, তাঁর সময় লাগে ১১ ঘণ্টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ড  এবং তৃতীয় স্থানে বাংলাদেশের নয়ন আলী, তাঁর সময় লেগেছে ১১ ঘণ্টা ১৯ মিনিট ২ সেকেন্ড। রবিবারের মেগা ইভেন্ট শুরু হয় আহিরন ব্যারেজ ঘাট থেকে। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় গঙ্গাবক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার এবছর ৭৯ তম বর্ষ। রবিবারের মেগা ইভেন্ট ঘিরে ছিল টান টান উত্তেজনা। প্রতি বছরের মতো এবারেও প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ, উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভাগীরথীর বুকে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রতি মুহূর্তের আপডেট নিতে চড়তে থাকে উত্তেজনার পারদ। সমস্ত কৌতূহলের অবসান হয় রবিবার বিকেলে। জয়ের হ্যাট্রিক গড়ে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করে প্রত্যয় ভট্টাচার্য।