এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

79th World’s Longest Swimming Competition-2025 বহরমপুরে ভাগীরথীর খোলা জলে অনুশীলন Bangladesh এর সাতারুদের

Published on: August 30, 2025
79th World's Longest Swimming Competition-2025

79th World’s Longest Swimming Competition-2025  কেউ এসেছেন পাঁচ বছর পর কারও আবার প্রথমবার।  বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে সুদূর বাংলাদেশ থেকে ভারতে এসেছেন একরাশ স্বপ্ন বুকে নিয়ে। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ভাগীরথীর  খোলা জলে শনিবার সকাল থেকে বাংলাদেশি সাতারুদের ওয়ার্ম- আপ চলে। ভাগীরথীর জলের সাথে আলাপচারিতা। রবিবার, ৩১ শে আগস্ট মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। প্রস্তুতি সারতে সকাল থেকে জলে ঝাঁপিয়ে পরেন বাংলাদেশের ৮ জন সাতারু। ৮১ কিমি এ ২ জন এবং ১৯ কিমি এ মহিলা, পুরুষ বিভাগ মিলিয়ে মোট ৬ জন বাংলাদেশি সাতারু এবছর প্রতিযোগিতায় নামছেন।

79th World’s Longest Swimming Competition-2025 মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের আয়োজনে   ভাগীরথীর বুকে ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকবে আহিরন ঘাট থেকে শহর বহরমপুরের গোরাবাজার ঘাট। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৮ জন সাঁতারু। এদিন সকাল থেকেই বহরমপুরের গোরাবাজার ঘাটে ভাগীরথীতে সাঁতার অনুশীলনে নামেন প্রতিযোগীরা। অনেকেই এবার প্রথমে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। খেতাব জয়ের ক্ষেত্রেও আশাবাদী বাংলাদেশের সাতারুরা।

79th World’s Longest Swimming Competition-2025 আহিরন ঘাট থেকে বহরমপুরের গোরাবাজার ঘাট ৮১ কিমি অংশ নিচ্ছেন ২ জন, জিয়াগঞ্জ সদর ঘাট থেকে বহরমপুর গোরাবাজার ঘাট পর্যন্ত ১৯ কিমি এ অংশ নিচ্ছে দুই মহিলা সাঁতারু এবং ৪ জন পুরুষ সাঁতারু। সাঁতারুদের সাফল্য নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ মহম্মদ রাজা মিঞা। রবিবার ভোরে ভাগীরথীর বুকে শুরু হবে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। তার আগে অনুশীলনে খামতি রাখতে চাইছেন না ওপার বাংলার সাঁতারুরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now