মধ্যবঙ্গ নিউজ ডেস্ক, ৩ নভেম্বরঃ হরিহরপাড়ায় এখনও পর্যন্ত এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৪০০ উপরে। একজনের মৃত্যুও হয়েছে। ডেঙ্গি রুখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ায় বার্তা ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় হরিহরপাড়ার চোয়া এলাকার বাসিন্দা রাজকুমার সেখের। শুক্রবার দুপুরে ওই যুবকের বাড়িতে গেলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মহম্মদ সাফি, জয়েন্ট বিডিও আমোস তামাং।
ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান এবছর এখনও পর্যন্ত হরিহরপাড়ায় ৪৬৮ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে, এর মধ্যে একজনের প্রাণ গিয়েছে। হরিহরপাড়ার বিএমওএইচ ডাঃ মহম্মদ সাফি এইদিন জানান, ‘এটি অতন্ত্য একটি দুঃখের ঘটনা এত কমবয়সী একটি ছেলের প্রাণ এইভাবে চলে যেতে হল। তার ওপর তার একটি সংসার রয়েছে বাচ্চাও আছে। এই সময় আমি যদি ওনাদের পাশে এসে না দাড়ায় তাহলে খুব খারাপ হবে। এবং দিন শেষে চেষ্টা করব বাচ্চাটার পড়াশোনায় কোনরকম ঘটাতি না থাকে। এবং পরিবারে যদি কোন চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়।’
এই ব্লকের সব চেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে চোয়া এলাকার, এছাড়াও রায়পুর, খিদিরপুর, মালোপাড়া ও বিহারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মশা বাহিত রোগে আক্রান্ত রয়েছে। মশাবাহিত রোগ থেকে দূর করতে মানুষকে আরও সচেতন হওয়ায় পরামর্শ দিচ্ছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক