মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। দিন সাতেক আগে ধুলিয়ানের শহর তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জয় জৈনকে ফোনে হুমকি ও অশালীন কথা বলায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল সাগরদিঘি থানায়। তখনও বিধায়ক হিসেবে তিনি শপথ নেননি। যদিও মামলার জেরে বাইরনের বিধায়ক হিসেবে শপথ নেওয়া থমকে ছিল না। এদিন আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করায় স্বস্তি পেলেন বিধায়ক ও তাঁর দল।
আগাম জামিন পেলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস
Published on: March 28, 2023













