মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সচারচর শোনা যায় ডাকাতি হওয়ার পরেই ডাকাত ধরা পরে। কিন্তু এখানে ঘটল একদম উল্টো ঘটনা। ডাকাত ডাকাতি করার আগেই পুলিশের হাতে। মঙ্গলবার মধ্যরাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভজরামপুর মাঠ সংলগ্ন কালভার্ট এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, ডাকাতির উদেশ্যে ৯-১০ জন দুষ্কৃতি জমা হয়েছিল। কিন্তু ডাকাতি করার আগেই বানচাল করে দিল হরিহরপাড়া থানার আইসি।
পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম গাফফার আলী সেখ, সাইনুল ইসলাম, সুরাবুদ্দিন সেখ এবং আব্বাস মন্ডল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাসুয়া, কাটারি, রড, শাবল সহ অন্যান্য ডাকাতির সরঞ্জাম। এদের মধ্যে তিন জনের বাড়ি বহড়ান গোয়ালপাড়া এলাকায় আর ১ জনের বাড়ি কেদারতলা গ্রামে।
তবে এখনও জানা যায়নি, কোথায় কোথায় এই ডাকাত দলের ডাকাতি করার কথা। কে বা কারা আরও যুক্ত এই দলের সাথে এবং এতজন মিলে কোন বড় কিছুর প্ল্যানিংই বা করছিল কিনা। পুলিশ বাকি ডাকাতদের খোঁজ চালাচ্ছে। কিন্তু এখনও থেকে যাচ্ছে একটি আতঙ্কের আবহাওয়া। সামনেই বড় উৎসব। এবং কেই চাইবেন না উৎসব মুখে কোন দুর্ঘটনা ঘটুক।