বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে পিছিয়ে মুর্শিদাবাদ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ রাজ্যের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মুর্শিদাবাদ জেলা। বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের অধিকাংশ টাকা খরচই হয়নি উন্নয়নে। উদ্বিগ্ন জেলা প্রশাসন। কীভাবে সেই টাকা খরচ করতে হবে তার জন্য তড়িঘড়ি নব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন করল জেলা প্রশাসন। বোর্ড গঠনের পর শুরু হয়েছে নতুন জেলা পরিষদের পথ চলা। তাও প্রায় মাস তিনেক হয়ে গেল। বদল হয়েছে জেলা পরিষদের একাধিক আধিকারিক। প্রশাসন সূত্রে খবর, বরাদ্দ অর্থের ৬০ শতাংশের কম খরচ হয়েছে জেলায়। তহবিলে জমে রয়েছে উন্নয়নের কয়েকশো কোটি টাকা। অথচ ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম খাতে বরাদ্দ অর্থর হিসাব কেন্দ্রকে পাঠাতে চাইছে রাজ্য।
মঙ্গলবার পঞ্চায়েত এলাকায় উন্নয়ন কীভাবে হবে তা বোঝাতে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা হয়ে গেল বহরমপুরে। জেলা প্রশাসনের উদ্যোগে এদিন রবীন্দ্রসদনে হয় কর্মশালা। সেখানেই কীভাবে কোন খাতে খরচ করতে হবে সেই টাকা তা সবিস্তারে জন প্রতিনিধিদের শিখিয়ে দেন আধিকারিকরা।  জেলাশাসক রাজর্ষি মিত্রের উপস্থিতিতে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, বিডিও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ্যদের পরামর্শ দেওয়া হয়। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন সভাধিপতি রুবিয়া সুলতানা। তিনি বলেন, কীভাবে কোথায় জমা তহবিল খরচ করা হবে তা নিয়ে বিডিওদের সঙ্গে আলোচনা করা হবে। জনপ্রতিনিধিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে সেই টাকা খরচ করার জন্য।