৩ টে টিউশন, খুদে ইউটিউবার মাধ্যমিকে অষ্টম বহরমপুরের ফারহান WBBSE Madhyamik Result 2022 Wb Murshidabad Result

Published By: Madhyabanga News | Published On:

রাজ্যে মাধ্যমিকে ৬৮৬ পেয়ে অষ্টম হয়েছেন গোরাবাজার আইসিআই স্কুলের ছাত্র ফারহান বিশ্বাস । ফারহানের যদিও আগ্রহ ইউটিউব ভিডিও বানানোয়। বন্ধুদের নিয়ে গেমিং ইউটিউব ভিডিও বানাতে পছন্দ করে ফারহান। ফারহানের জানায়,
স্কুলের পাশাপাশি পড়িয়েছেন তিন জনের কাছে প্রাইভেট টিউটর।
ছেলের সাফল্যে বেশ খুশি বাবা হাফিজুর রহমান বিশ্বাস। নদীয়ার করিমপুরে বাড়ি হলেও ছেলেদের পড়াশোনার জন্যই বহরমপুরেই আসেন তিনি। ফারহানের দাদা ডাক্তারির ছাত্র। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় ফারহানও। মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন মুর্শিদাবাদের তিন ছাত্র, এক ছাত্রী । রাজ্যে পঞ্চম হয়েছেন গোরাবাজার আইসিআই স্কুলের ছাত্র শুভ্র দত্ত। শুভ্র পেয়েছেন ৬৮৯ নম্বর। রাজ্যে মাধ্যমিকে ৬৮৬ পেয়ে অষ্টম হয়েছেন গোরাবাজার আইসিআই স্কুলেরই ছাত্র ফারহান বিশ্বাস । মেধাতালিকায় নবম স্থানে রয়েছে স্নেহাশিস চ্যাটার্জিও একই ছাত্র । ৬৮৫ পেয়েছে ওই ছাত্র। নবম হয়েছেন ডোমকল বালিকা বিদ্যাপিঠের মেমরি মিম জামান।
ভালো ফলের জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছ ফারহান। ফারহানের কথা,” অফলাইনে বা অনলাইনে সব সময় শিক্ষকদের পাশে পেয়েছি। স্কুল বন্ধ থাকলেও সাহায্য করতেন শিক্ষকরা”। টেস্টের পর থেকে দিনে প্রায় আট থেকে দশঘন্টা পড়াশোনা করেছে বলেই জানায় ফারহান।