৩০ হাজার পরিবারকে ত্রাণ, উদ্যোগ প্রাক্তন মন্ত্রীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১জুনঃ তিরিশ হাজার পরিবারকে ত্রাণ দেওয়ার উদ্যোগ নিলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন।  করোনার দ্বিতীয় ঢেউয়ে  কড়া বিধিনিষেধের জেরে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সবকিছুই।  এই সংকটে কাজ হারিয়েছেন বহু মানুষ, ক্ষতি হয়েছে কাজেও । এই রকম সময়েই তিরিশ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানালেন  প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক জাকির হোসেন।

 

তিনি জানান,  জঙ্গিপুর বিধানসভা  ট্রাক  ভর্তি  ডাল, আলু, তেল, বিভিন্ন খাদ্য সামগ্রী চলে যাচ্ছে গ্রামে গ্রামে । সহায়তা পৌঁছবে ঘরে ঘরে।

বোমা হামলায় আহত হওয়র পর এখনও চিকিৎসা চলছে জাকির হোসেন। পুরোপুরি ফিরে পাননি চলাফেরার ক্ষমতা। এরই মধ্যে প্রাক্তন বিধায়কের এই সিদ্ধান্তে খুশি জঙ্গীপুরের মানুষ।