৩০ জুলাই পর্যন্ত বন্ধ স্কুল, কলেজ, লোকাল ট্রেন

Published By: Madhyabanga News | Published On:

করোনা সংক্রমন রুখতে রাজ্যে কড়া বিধিনিষেধ লাগু থাকছে ৩০ জুলাই পর্যন্ত। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, চালানো হবে না লোকাল  ট্রেন, বন্ধ থাকবে  স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে কলকাতায় শনি ও রবিবার বাদ দিয়ে  সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। বাসের ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর নিয়ম লাগু থাকছে।

তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে। সিনেমা হল, স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে। তবে যারা রাজ্য স্তরের বা উচ্চস্তরের প্রতিযোগিতার সাঁতারু তারা সকাল ৬ টা থেকে ১০ টা অবধি প্র্যাকটিস করতে পারবেন।

সমস্ত রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ  উপস্থিত থাকতে পারবেন না।

সকাল ১০ টা থেকে বেলা ৩ টে অবধি খোলা থাকবে ব্যাংক।