দুই থেকে আঠারো বছর বয়সীদের কোভ্যাক্সিন টীকার ছাড়পত্র দিল ডিসিজিআই Drugs Controller General of India। কেন্দ্রের ছাড়পত্র পেল ভারত বায়োটেক। যদিও এই বিষয়ে এখনও মত জানায় নি WHO।ডিসিজিআই এর বিশেষজ্ঞ কমিটি সোমবার জানিয়েছে দুই থেকে আঠারো বছর বয়সিদের উপর প্রয়োগ করা যাবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।
ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরে সেপ্টেম্বরে কোভ্যাক্সিন টীকার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হয়েছে । অক্টোবর মাসের প্রথম দিকে সেই পরীক্ষার ফল ডিসিজিআই-এর কাছে জমা করে সংস্থা। সব খুঁটিয়ে দেখে টীকা ব্যবহারের অনুমতি দিয়েছে Drugs Controller General of India।
ফলাফলের রিপোর্ট বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছেও পাঠিয়েছে ভারত বায়োটেক।