২৪ ঘন্টাই যুবকের সাথে এই শালিক পাখি, খাওয়া থেকে ঘুম একসাথেই Man-Bird Friendship

Published By: Madhyabanga News | Published On:

শালিকের  নাম মিঠু, যুবকের নাম  রাজীব মন্ডল। ঠিকই ধরেছেন, একজন পাখি অন্যজন মানুষ।  দুজনের ভালোবাসায় তাজ্জব গ্রামের মানুষ থেকে নেটদুনিয়া। সারাদিন দুজন থাকে একে অন্যের সাথেই। মিঠুকে ছেড়ে খেতে যায় না রাজীব আবার রাজীবকে একা ছাড়তে চায় না মিঠু। কোথাও গেলে চেপে বসে কাঁধে। তারপর একসাথেই সফর, কাজ। কয়েক মাসে আগে একটি গাছের নীচে পড়ে ছিল শালিক পাখিটি।   পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বালিজুড়ি গ্রামের বাসিন্দা রাজীব মণ্ডল নামে ওই যুবক নিজের বাড়িতে নিয়ে যায় পাখিটিকে। চলে সেবা শুশ্রুষা। অবশেষে সুস্থ হয় শালিক। নাম দেওয়া হয় মিঠু। কিন্তু সুস্থ হয়ে রজীবকে ছেড়ে উড়ে যেতে নারাজ সে।

শালিক বলেই ভোলেনি উপকার, বলছেন গ্রামের মানুষ। মিঠুকে কাঁধে নিয়ে রাজীবকের ভিডিও ভালোবাসা কুড়িয়েছে নেট দুনিয়াতেও। পাখির প্রাণ বাঁচানোয় রাজীবের প্রশংসা করছেন পরিবেশপ্রেমীরাও। মানুষ আর পাখির ভালোবাসা রসদ জোগাচ্ছে ভালো থাকার।