২১ শের লক্ষ্যে মুর্শিদাবাদে তৃনমূল দলে চার কো-অর্ডিনেটর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের আগে তৃনমূলে বড়সড় রদবদল। ২১ শে-র ভোটের আগে নতুন ভাবে সাজানো হল তৃনমূল দল। রয়েছে নবীন প্রবিনের মিশেলও। জেলায় জেলায় পর্যবেক্ষক আর থাকছেন না। পরিবর্তে সারা বাংলা পর্যবেক্ষণের জন্য ৭ জনের কমিটি হয়েছে। মুর্শিদাবাদ জেলায় তৃনমূল শিবিরে সাংগঠনিক রদবদল হল। যদিও জেলা তৃনমূল সভাপতি এবং জেলার চেয়ারম্যান পদে কোন পরিবর্তন হয় নি। মুর্শিদাবাদ জেলায় বিধানসভার কেন্দ্রের দায়িত্বব চারজন কো-অর্ডিনেটর এর দায়িত্বে পেলেন। যার মধ্যে, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, কান্দি, ভরতপুর, ডোমকল- পাঁচটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের দায়িত্বে- অশোক দাস।

ফরাক্কা, সুতি, জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম, জলঙ্গীতে কো-অর্ডিনেটরের দায়িত্বে- সাংসদ খলিলুর রহমান।

বড়ঞা, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, নওদার দায়িত্বে – অরিত মজুমদার এবং সামসেরগঞ্জ, সাগরদীঘি, ভগবানগোলা, রানিনগরে কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিক হোসেন কে।

মুর্শিদাবাদের ২২ টি বিধানসভা কেন্দ্রে নতুন পুরনো সকলকে নিয়েই ২১ এর ভোটে ঝাঁপিয়ে পরবে দল, প্রতিক্রিয়া তৃনমূল নেতার।