২০ বছরের দোকান ভাঙতে ফারাক্কায় চলল বুলডোজার

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নামল রেল দপ্তর। রবিবার সকাল থেকে বুলডোজার দিয়ে শুরু হল দোকান উচ্ছেদের কাজ। রেল দপ্তর সূত্রে খবর নিউ ফারাক্কা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রেলের জায়গায় ব্যবসা করছিলেন বহু হকার। রেল দপ্তেরর পক্ষ থেকে হকারদের দোকান তুলে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। যদিও তাঁর পরেও দোকান সড়ায়নি ব্যবসায়ীরা। সপ্তাহ খানেক আগে দোকান তুলে নেওয়ার কথা জানান হয় রেল দপ্তরের পক্ষ থেকে। সেই মতো রবিবার সকাল থেকেই নিউফারাক্কা স্টেশন ম্যানেজারের উপস্থিতিতে শুরু হয় দোকান উচ্ছেদের কাজ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক দোকান।

কেউ ২০ বছর কেউ ৪০ বছর ধরে এখানে ব্যবসা করছিলেন ব্যাবসায়ীরা। এই দোকান চালিয়েই সংসার চালান তারা। হঠাৎ  করেই দোকান উচ্ছেদ হওয়ায় মাথায় বাজ পড়েছে ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্তদের দাবি তাঁদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুক রেল দপ্তর ।