এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

২০ কোটি ভ্যাকসিন ডোজ  দেওয়ার লক্ষ্যমাত্রা অতিক্রম করল ভারত

Published on: May 26, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৬মেঃ ২০ কোটি ভ্যাকসিন ডোজ  দেওয়ার লক্ষ্যমাত্রা অতিক্রম করল ভারত । স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে   ২৫ শে মে সন্ধ্যা ৭  টা অবধি পাওয়া হিসেবে  কোভিড -১৯ ভ্যাকসিনের ২০ কোটির বেশি ডোজ দেওয়া গিয়েছে।

এর মধ্যে ৯,৪২,৭৯৬ জনের বয়স ১৮ থেকে ৪৪ এর মধ্যে। ১৬,৯০,৬৯১ জন প্রথম ডোজ পেয়েছেন, ১৬,৭৯,৭২৮ জন পেয়েছেন দু’টি ডোজ।

Union ministry of health and family Welfare (MohFW) –এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

 

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বুধবার  জানানো হয়েছে  ১৩০ দিনের মধ্যে ২০ কোটি ভ্যাকসিন ডোজ দিতে পেরেছে ভারত। এটিকে একটি রেকর্ড বলেই মনে করছেন স্বাস্থ্য অধিকর্তারা। ২০ কোটি ভ্যাকসিনের সীমা পেড়োতে আমেরিকা সময় নিয়েছিল ১২৪ দিন।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now