২০২০ মাধ্যমিক উচ্চমাধ্যমিকঃ কোন পরীক্ষা কবে ? West Bengal: Madhyamik, HS Routine 2022

Published By: Madhyabanga News | Published On:

বুধবার যৌথ সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা  করল মধ্যশিক্ষা পর্ষদ ।  ৭ই মার্চ মাধ্যামিক পরীক্ষা শুরু, ১৬ই মার্চ শেষ হবে ।আর উচ্চমাধ্যমিক হবে ২রা এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত । পর্ষদ  তরফে আরও জানান হচ্ছে, ডিসেম্বরে হতে পারে টেস্ট পরীক্ষা ।২০২২ সালের মাধ্যামিকের সময় সূচিও  জানানো হয়েছে । বলা হচ্ছে সকাল ১১.৪৫ থেকে বিকেল ৩ টা পর্যন্ত পরীক্ষা হবে ।

৭ই মার্চ প্রথম ভাষা ,৮ই মার্চ দ্বিতীয় ভাসা,৯ই মার্চ ভুগল,১১ই মার্চ ইতিহাস,১২ই মার্চ জীবনবিজ্ঞান,১৪ই মার্চ অঙ্ক,১৫ই মার্চ ভৌতবিজ্ঞান ,ও ১৬ই মার্চ হবে অপশনাল বিষয়ের পরীক্ষা ।

এর সাথে আর জানানো হচ্ছে উচ্চমাধ্যমিক  পরীক্ষা হবে হোমসেন্টারে। মাধ্যমিক পরীক্ষা হোমসেন্টারে হবে না বলেই পর্ষদের পক্ষে জানানো হয়েছে ।

২০২২ মাধ্যমিকের রুটিন