২০০ ছাত্রছাত্রী, ১ জন মাত্র শিক্ষক ! কীভাবে হবে ক্লাস? Murshidabad School Lacks Teacher

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত কান্দীঃ স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০০;র উপরে, কিন্তু শিক্ষক রয়েছেন একজন। একজন শিক্ষকের পক্ষে স্কুল চালান কার্যত দুর্বিসহ হয়ে উঠেছে । কার্যত শিক্ষকের অভাবে বন্ধের পথে ওই স্কুলের পড়াশুনো। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা । বড়ঞা ব্লকের চৈতপুর জুনিয়র হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০০ জনের উপরে। করোনা পর্বের আগে সময় স্কুলে চারজন শিক্ষক ছিলেন স্কুলে। প্রধান শিক্ষকও করোনার পর তিনজন শিক্ষক ও প্রধান শিক্ষক স্কুল ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন । বর্তমানে পঞ্চম থেকে অষ্টম শ্রেনীর ছাত্র ছাত্রীদের পঠন পাঠন থেকে মিড ডে মিলের দায়িত্ব সামলাচ্ছেন একজন মাত্রই শিক্ষক। শিক্ষক সৈকত পাল জানান, একার পক্ষে সমস্ত কিছু করতে গিয়ে কার্যত লাটে উঠেছে পঠন পাঠন । অবিলম্বে স্কুলে স্কুল চালু রাখতে শিক্ষক নিয়োগের দাবিতে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান এলাকার অভিভাবকেরা। দিনে একটা করেই ক্লাস করতে হয় বলে দাবি ছাত্র ছাত্রীদের। ভালো করে পড়াশোনা চালাতে শিক্ষক চাইছেন স্কুল পড়ুয়ারাও। যদিও এই ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক
জীবন কৃষ্ণ সাহা ।