এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

১ তারিখ শুরু ফর্ম ফিলাপঃ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়

Published on: August 30, 2021

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের এমএ-এমএসসি কোর্সে ভর্তির ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। ১৫ সেপ্টেম্বর অবধি অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে। বিনামূল্যেই করা যাবে দরখাস্ত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,  প্রায় ২৫ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই  murshidabaduniversity.ac.in – ফর্ম ফিলাপ করা যাবে।

২০১৯,২০২০ এবং ২০২১ সালে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা ভর্তির আবেদন করতে পারবেন।

ওয়েবসাইটে মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। দেওয়া হবে ওটিপি। ওটিপি ভেরিফিকেশনের পর্ব মিটলে মিলবে আইডি এবং পাসওয়ার্ড । এই আইডি এবং পাসওয়ার্ড ভর্তি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে।

ভর্তির ফর্ম অনলাইনে পূরণ করার সময় আপলোড করতে হবে ছবি, পরিচয়পত্র এবং বিগত পরীক্ষার রেজাল্ট।

১৭ সেপ্টেম্বর প্রকাশিত হবে খসড়া মেরিট লিস্ট।  ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভর্তি।

 

প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা ফর্ম ফিলাপ করতে।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now