১৯৪৭ এর ১৫ আগস্ট মুর্শিদাবাদে ওড়েনি ভারতের পতাকা

Published By: Madhyabanga News | Published On:

১৯৪৭ থেকে  ২০২১ , স্বাধীনতার ৭৫ বছর ভারতের। ১৯৪৭ সালের ১৫ ই অগাস্ট ব্রিটিশদের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ পায় ।    কিন্তু  ইতিহাস বলছে, ১৫ ই অগাস্ট মুর্শিদাবাদের ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলিত হয় নি। । ১৪ অগাস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে।  ১৯৪৭ সালের ১৪ই আগস্ট মধ্য রাতে রেডিও মারফত ঘোষণা অনুযায়ী  ১৫ ই আগস্ট  থেকে টানা ১৭ আগস্ট পর্যন্ত তিন দিন ধরে তত্‍কালীন স্যার র‍্যাড‍্ক্লিফের নেতৃত্বে বাউন্ডারি কমিশনের সুপারিশ অনুসারে মুর্শিদাবাদ জেলা অন্তর্ভুক্ত হয়েছিল পূর্ব পাকিস্তানে ৷ সবুজের মাঝে চাঁদ তারা আঁকা সেই দেশের জাতীয় পতাকা সরকারি ভাবে তুলেছিলেন সেই সময়ের মুর্শিদাবাদের জেলাশাসক আইসিএস অফিসার আই.আর. খান।

মঞ্চে তখন মুসলিম লিগ নেতা কাজেম আলী মির্জা, বামনেতা সনত্‍ রাহা ,আরএসপি’র নিতাই গুপ্ত, কংগ্রেসের শ্যামাপদ ভট্টাচার্য  উপস্থিত। পাল্টা খুলনা জেলা যুক্ত হয়েছিল ভারতের অংশে। সেই দিন ১৯৪৭-এর ১৫ ই অাগস্ট জেলার সদর শহর বহরমপুরের ব্যারাক স্কয়ার মাঠে পাকিস্তানের নামে প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন হয়।

ইতিহাসের পাতা উল্টে দেখলে, ১৫ থেকে  ১৮ ই অগাস্ট পর্যন্ত এই তিনদিন ধরে তীব্র টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় মুর্শিদাবাদ থাকবে ভারতেই। স্বাধীনতার তিন দিনের মধ্যে ফের বদলালো বাংলা সহ দুই দেশের মানচিত্র। মুর্শিদাবাদ এবং খুলনার এই নাটকীয় পরিবর্তন প্রক্রিয়া শেষ হয় ১৭ ই অগাস্ট রাতে। ১৮ ই অগাস্ট সরকারি ভাবে মুর্শিদাবাদ অন্তর্ভুক্ত হল ভারতে।