ভোটের মুখে ১৮ নেতাকে বহিষ্কার মুর্শিদাবাদে , কড়া বার্তা শাওনীর TMC expelled rebels

Published By: Madhyabanga News | Published On:

অবশেষে  ১৮ নির্দল প্রার্থীকে  বহিষ্কার করল  তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব।  রবিবার রাত্রে একঝাঁক নেতাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। সোমবার  মুর্শিদাবাদের ৫ টি পৌরসভার এরকম ১৮ জনকে বহিষ্কার করল তৃণমূল ।

২৭ শে ফেব্রুয়ারি পৌরসভা ভোটের আগে নির্দল কাঁটা সরাতে কড়া পদক্ষেপ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের। সোমবার দুপুরে সভাপতি শাওনি সিংহ রায় সাংবাদিক সম্মেলন করে বহিষ্কৃতদের নাম প্রকাশ্যে আনলেন। শাওনী  জানান, ৫ টি পৌরসভায় বহু তৃণমূল কর্মী, প্রাক্তন কাউন্সিলাররা নির্দল হয়েছেন দলীয় প্রার্থীদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দল।

জেলা সংগঠনের তরফে এদিন বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনালি সিংহ রায়, ১০ নম্বর ওয়ার্ডের আশিয়ানা বেগম, ১৩ নম্বর ওয়ার্ডের ভদড়ী মণ্ডল, ৭ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ দে। সোস্যাল মিডিয়ায় তৃণমূলের প্রকাশিত প্রথম প্রার্থী তালিকাতে নাম ছিল বিশ্বজিৎ’এর।

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজেশ পাল, ৬ নম্বর ওয়ার্ডের মৌমিতা সরকার, ৮ নম্বর ওয়ার্ডের পরিমল সরকার, ১০ নম্বর ওয়ার্ডের দীপালি সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।

বেলডাঙা পৌরসভার- ৩ নম্বর ওয়ার্ডের আসমাআরা, ৪ নম্বর ওয়ার্ডে সন্তোষ কুমার ঝাও, ৫ নম্বর ওয়ার্ডে মুস্তাক আহম্মেদ, ৮ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনাথ মালাকার, ৯ নম্বর ওয়ার্ডে মহম্মদ আব্দুর রাজ্জাক। ১৪ নম্বর ওয়ার্ডে ভরত কুমার ঝাওরকে বহিষ্কারের কথা জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।  কান্দী পৌরসভায় ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী  ঋতুপর্ণা দাস, ৬ নম্বর ওয়ার্ডের  গৌতম রায়, ৯ নম্বর ওয়ার্ডের  গুরুপ্রসাদ মুখার্জীকেও বহিষ্কার করেছে তৃণমূল।