সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা খোলা থাকবে দোকান

Published By: Madhyabanga News | Published On:

১৬ তারিখ থেকে রাজ্যে শিথিল বাধা নিষেধ। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সরকারের পক্ষ থেকে জানানো হয় রিটেল দোকান, সবজি  বাজার,  হাট, মাংস ডিমের দোকান  সকাল ৭ টা থেকে ১১ টা খোলা থাকবে।   জানানো হয়,   সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা খোলা থাকবে দোকান।   রেস্টুরেন্ট, হোটেল, বার খোলা থাকবে ১২ টা থেকে ৮ টা অবধি। তবে ৫০% আসন ফাঁকা রাখতে হবে। শপিং মল, মার্কেট কমপ্লেক্সের মধ্যে দোকান খোলা যাবে তবে ২৫% স্টাফ নিয়ে কাজ চালাতে হবে।  ১ জুলাই অবধি চলবে এই নিয়ম।

যারা ভ্যাকসিনের দু’টো ডোজ নিয়েছেন তারা মর্নিং ওয়াকের জন্য পার্কে যেতে পারবেন। সকাল ৬ টা থেকে ৯ টা খোলা থাকবে পার্ক।

স্কুল, কলেজ, বন্ধ থাকবে।

বন্ধ থাকবে বাস, ট্রেন, মেট্রো  ফেরী।

বিউটি পার্লার, স্পা বন্ধ থাকবে।

২৫ শতাংশ কর্মচারী নিয়ে চালু হবে সরকারী অফিস। যান বাহনের ব্যবস্থা করবে অফিস। সকাল ১০ টা থেকে বেলা ৪ টে অবধি বেসরকারি অফিস খোলা থাকবে। তবে ২৫% এর বেশি কর্মচারী থাকবেন না। যানবাহনের  জন্য ই পাস নিতে হবে।

আগের নিয়মের ২ টো অবধি খোলা থাকবে ব্যাংক। রাত্রি ৯ টা সকাল ৫ টা অবধি যান বাহন বন্ধ থাকবে।

স্টেডিয়াম বা স্পোর্টস ক্লাবে খেলাধূলো হতে পারে। তবে দর্শক রাখা যাবে না।