মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৫ জুনঃ কোভিড মোকাবিলায় রাজ্যে কড়া বিধি কিছুটা শিথিল হচ্ছে ১৬ জুন থেকে। কম কর্মচারী নিয়ে খোলার কথা ছিল সরকারি, বেসরকারি অফিস। এর মাঝেই ১৬ জুন জামাই ষষ্ঠীর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে ছুটির নির্দেশ জারি হয়েছে। বুধবার বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস, পৌরসভা, ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত দপ্তর। জরুরী পরিষেবার দপ্তরগুলি অবশ্য চালুই থাকবে।
১৬ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মচারী নিয়ে খোলার কথা ছিল সরকারি অফিস। নতুন নিয়মে অফিসই কর্মচারীদের যাওয়া আসার ব্যবস্থা করে দেবে।