১৫ থেক ১৮ বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু বহরমপুরে Covid Vaccination

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণ। সোমবার থেকে স্কুল কলেজে বন্ধ হয়েছে ক্লাস। এদিনই শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণ কর্মসুচি। প্রাথমিকভাবে শুধুমাত্র কোভ্যাক্সিন দেওয়া হবে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ৷ বহরমপুর ব্লকের শ্রীগুরু পাঠশালা এবং চুঁয়াপুর বিদ্যানিকেতন এই দুটি স্কুলে চলে করোনা টিকাকরণ কর্মসূচি।

স্কুলে স্কুলে ছোটদের টিকাকরণে জোর দেওয়া হয় করোনা স্বাস্থ্য বিধির ওপর। চুঁয়াপুর বিদ্যানিকেতন ও চালতিয়া শ্রীগুরু পাঠশালায় শিবির পরিদর্শনে আসেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ৪ ঠা জানুয়ারি থেকেই অন্যান্য স্কুলে শিবির করার পরিকল্পনা জানান তিনি।

পাইলট প্রজেক্ট হিসেবে বহরমপুর ব্লকে দুটি স্কুলে প্রথম দিনে টিকাকরণ শিবির চললেও, পরবর্তীতে প্রতিটি স্কুলেই ধাপে ধাপে শিবির করার পরিকল্পনা ব্লক প্রশাসনের।